দাদা

মমিনুল হক

ঠাস করে তার দু’গালে দু
জোরসে কষে  চড়
বলবি তারে জলদি দাদার
দু’পায় গিয়ে ধর।

দেশটা দাদার দাদার সাথে
যায় কখনো কেউ সংঘাতে
দাদার ভয়ে কাঁপছে পাড়া
দেখিস না থরথর।

দাদা দাদাই দাদার জয়
টাকার দাপট কে আর কয়।