স্বপ্নরা ঠিক ছিল জানি
পটে পটে আঁকা
মনের মতন মনের কোঠায়
মনের রঙে ঢাকা।

ইচ্ছে ছিল,অনেক অনেক
চুপি চুপি ঢুকে
স্বপ্ন গুলো কুড়িয়ে নেবো
আদর করে বুকে।

স্বপ্নরা আজ নেই সেখানে
স্বপ্ন দ্বারের চাবি
চিত্র পটে কষ্ট নিয়ে
জানায় সুখের  দাবী।