ধার

মমিনুল হক

বোশেখে তার কাজ ছিল না
জৈষ্ঠ গেলো ফাঁকে
আঁষাঢ় গেলো বাদল ঝরায়
দোষটা দেবো কাকে।

শ্রাবন মাসে বন্যা এলো
ভাদ্র মাসেও পানি
আশ্বিনে তার মেয়ের বিয়ে
বড়ই মেহেরবানী।

কার্তিকে তার দারুন অভাব
আ’গুন মাসে রোগ
পৌষে এলো জামাই বাবু
কত্ত অভিযোগ।

মাঘের শীতে করবে কি কাজ
শীতের ঠেলায় কাবু
ফাগুন মাসে এসে বলে
জানেন কাকাবাবু

চৈত্রটা যাক বোশেখ এলেই
কথা দিলাম কাকা
সুদ মূলে সব ফিরিয়ে দেবো
তোমার পাওনা টাকা।