জোকের বসে মারল কষে
বাপরে লালুর পিঠ
পটকা ফুটে ভাঙল যেন
পিঠে হাড়ের গিট।

লালুর পিঠে কালুর চাপড়
ভিজে গেল নীচের কাপড়
রেগে মেগে হাতে নিয়ে
আস্ত পাকা ইট।

দেখেই কালু জড়োসড়ো  
করিস না মারপিট ।

করবো না আর এমন কাম
নেংটি কেনার এই নে দাম।