ছোট মামা বড় মামা
রোজ রোজ ধমকায়
মিনু তাই সাবধানে
মিষ্টি টা কম খায়।
মাঝে মাঝে ছানা খায়
আনারের দানা খায়
চা,মুড়ি,ছোলা ছেড়ে
ভাজা তাজা গম খায়।
ছয় মাসে এ কি মিনু
ভাবেনি যা কোন দিনও
মোটা গিয়ে ছিমছাম
নিজে দেখেই চমকায়।
সাবধানে মিনু তাই
বেছে বেছে কম খায়।