আমায় কেন চোর ডাক ভাই
তোমরা যে দিনরাত
চুরিধারী যা করে তা
করছে এ দু’হাত ।
আমি শুধু বুদ্ধিটা দেই
দোষটা আমার হচ্ছে যা এই
আমার সাথে তোমরা কেন
করছো হে সংঘাত ।
শাস্তি দিলে দাও সে হাতের
তার আছে জ্ঞান জাত বিজাতের
কয়লা ধু’লে ময়লা কি যায়
সে-ই তো বজ্জাত
দাও কেটে দাও উচিত সাজা
প্রকাশ্যে দুই হাত।