একটানে
তিনি
লিখে
দিলেন
‘সাহিত্য ‘ প্রজ্ঞার ঘর।
রূপচর্চায় সাজানো টসটসে
যৌবন ভরা নারীর মূর্তি
উপন্যাস ।
আর শিকড়ের মতো গভীরে
লুকনো পুষ্টিরসে
কবিতার জীবন।
অঙ্কুরিত পাতা
কর্ম
খাদ্য
ঘুম
উপভোগ।
মুকুলে লিখা আছে
অসীমের পথ
বলুন কি পছন্দ ।