কুয়ার ভেতর ব্যাঙের  ছানা
করতো সুখে বাস
ভাব জমাতে আসলো সেদিন
একটি চটুল হাস।

গর্তে কেন ও ভাই ছানা
ঘুরব দু‘জন বাইরে আ‘না
হাসের কথায় ব্যাঙের  ছানার
দু‘গাল ভরে হাসি

ঝুপ করে ডুব সাঁতরে বলে
বন্ধু এবার আসি।