সত্য যদি বলি
আমরা কি আর
আগের মতো সঠিক পথে চলি।
সত্য যদি বলি।
সত্য যদি বলি
অকারণে ঝগড়া করি
এইটা ছেড়ে ঐটা ধরি
হিংসা ঘৃণার ফণা তুলে
ঘুরছি অলিগলি।
সত্য যদি বলি।
সত্য যদি বলি
এ কে মারো, ও কে ধরো
আচ্ছা মতো ধোলাই করো
এমন তরো চলছে এবং
চলছে দলাদলি ।
সত্য যদি বলি।