চক্র

মমিনুল হক

সাত পাঁচে নেই বলতে পারেন
মানুষটি সে মাটির
সংসারী খুব সবাই চেনে
ব্যবসা থালা বাটির।

ব্যস্ত সদা দোকান না হয়
কর্ম নিয়ে ঘরের
ডাকলে লোকে এটা ওটা
কাজ করে দেন পরের।

তাকে ধরে মাদক সহ
হাজির করে থানায়
প্রতিবাদে থানায় মানুষ
ভর্তি কানা  কানায়।

নিরুপায়ে চক্রদলে
ছাড়তে হল তাকে
দেশজুড়ে আজ চক্রাকারী
ভর্তি আঁকেবাঁকে।