মমিনুল হক
হারিয়ে যাওয়া মাঠের কাছে
বাড়িয়ে দিলাম হাত
দেখো দেখো কত্ত আলো
জ্যোসনা ভরা রাত।
জোনাক তারা হালকা হাওয়া
মৌ ফুলে চাঁদ আলো
রূপ রূপালির রূপ ছড়ালো
লাগছে কি যে ভালো।
মাঠ সবুজের ঘাট পেরিয়ে
রাতের ঝিলিমিলি
দুলছে দোলায় নদীর ঢেউ এ
আমার চপল দিল ই।