চাঁদা

মমিনুল হক

শুনেন শুনেন এই  যে দাদা
প্রতি মাসেই কিসের চাঁদা?

সকাল দুপুর টানছি ঘানি
যায়না অভাব টানাটানি
সামাল দিতে নাস্তানাবুদ
দেখছি চোখে ধাঁধা  

প্রতি মাসেই বলুন কত
দেবো পূঁজোর চাঁদা।