মমিনুল হক
চাল চাল চাল রে
তোকে নিয়ে খাই কত
পথে ঘাটে গাল রে
চাল চাল চাল রে।
দেয় গাল ঝাড়ে ঝাল
দেখ চেয়ে এ কি হাল
পালাবার ও নেই পথ
মহা জঞ্জাল রে
চাল চাল চাল রে ।
চরিদিকে গোলমাল
ঝাড়ু জুতা লাঠিয়াল
কত জোরে মারে আরো
চিৎকার ও ফাল রে
চাল চাল চাল রে।
পায়ে পড়ি চাল চুরি
এ জীবনে আর না
বাপ ভাই মাফ চাই
এইবার ছাড় না।