মমিনুল হক
ভুলটা ছিল গোড়ায়
উলটা ছিল ধ্যান ধারণা
মূলটা কি তা সূরায়।
মারামারি ফাটাফাটি
চাঁন্দা , দখল ঝগড়াঝাঁটি
বাদ বিবাদের চূড়ায়
ভুলটা আসল গোড়ায় ।
নষ্ট কাজে আড্ডা মেরে
কাটতো সময় মূলটা ছেড়ে
ভুলটা তো সেই গোড়ায়
উলটা ছিল ধ্যান ধারণা
সঙ্গী সাথী সূরায়।