বড় বাবুর চাকর
চোখে চোখে রাখিস এ কে
বল্ল বাবু সবতে ডেকে
মাঝেসাঝে সামনে এনে
বলেন, “এ তুই হা কর”
বড় বাবুর চাকর।
নূতন কাপড় সামনে পেলে
ছিঁড়ে ছিঁড়ে কেবল গেলে
আটকে গেলে বউ কে বলে
জলদি করে চা কর।
বড় বাবুর চাকর ।
গরম চা আর কাপড় খেয়ে
এক মনে যায় ভজন গেয়ে
লোক কে বলে আয় সকলে
যা বলি ঠিক তা কর।
বড় বাবুর চাকর।
পুরান ছাড়া নূতন নাই
চলরে নূতন কাপড় খাই।