চোখটা মনের দাস
দেহের ভেতর চলছে খেলা
চলছে বার মাস।
ও মিয়া ভাই
এইডা কি কন
চোখ দেখে না
দেখছে এ মন।
এইডা কি কন।
চোখ দিয়ে যা
ঢুকছে মনে
মনটা দেখে
তা নির্জনে।
রঙের বাহার
রূপের ছবি
শব্দে গাঁথে
সে রূপ কবি।
চোখ মনের এই খেলা
কাটাই জীবন বেলা ।