কি অদ্ভূত তোমার স্পর্শ
জিহবার যতটুকু নরম
বিড়ালের ঘেঁষাঘেঁষি
যেন ভুলে যাই সব
কষ্টের আঁচড় ।
কঠিন পাথরের ভেতর
কান পেতে শুনি
তোমার স্পন্দন ।
লেলিহান আগুন
ঝাপটে ধরতে যায়
তুমি অতি যত্নে
তুলে নাও তোমার ডানায়।
দাহ্য যন্ত্রণার
ছিটেফোঁটা
পারে না করতে গ্রাস ।
বড় মমতা
বড় যত্ন
বড় আশার প্রতীক
বলোত কে তুমি?