চাঁদের বুড়ি সূতা কাটে
গল্প বলে তার ই
পালাতে চায় জীবন থেকে
কেন যে বারে বার ই।
জীবনটা নয় গল্প বলা
কল্প কথার ছলাকলা
জীবন মানে বেঁচে থাকার
যুদ্ধ লড়ার দ্বার ই।
যুদ্ধ মানে অস্র মাঠে
মারো মরো তা না
যুদ্ধ মানে জীবনটাকে
শুদ্ধ ভাবে মানা।