বধির এখন জীবন চলা
বধির সরল প্রাণ
বধির হয়ে থমকে  আছে
সুর মাধুরী গান ।

বধির হাওয়া,চপল স্রোত
বধির সবুজ মাঠ
বধির হয়ে ঘুমিয়ে আছে
শহর বাজার হাট।  

দৃষ্টি বধির,সৃষ্টি বধির
বধির  শিল্প কলা
ক্যানভাসে নেই আলপনা আর
বধির স্বপন চলা।