বিশ্বাসের হাট বাজারে আগুন
দামের কথা বাদ দিন
কোন দামেই মিলবে না বিশ্বাস ।
চায়ের দোকান , মুদি মিষ্টি
ফলমূল শাক শবজি
হলুদ মরিচ বই খাতা
ঔষধ পত্র যে দোকানেই যান
বিশ্বাস নেই।
রেল স্টেশান বিমান বন্দর
জাহাজ ঘাট ব্যাঙ্ক বীমা আইন আদালত
হাসপাতাল কোথাও বিশ্বাস পাবেন না।
থানা পুলিস মন্দির মসজিদ
স্কুল কলেজ বাগান
দরজা জানালা কাঁথা বালিশ
জামা জুতো যেখানে ই খোঁজ করুন
বিশ্বাস নেই।
মামা খালু চাচা ভাই বন্ধু
স্বামী স্ত্রী বললাম তো
কোথাও বিশ্বাস খোঁজে পাবেন না
এমন কি বাতাসে ও
তাহলে পৃথিবী থেকে কি
বিশ্বাস উধাত্ত ?