গরু বলে ছাগল
তোরা আস্ত পাগল ।
চেঁচাস ভ্যাঁ ভ্যাঁ
হয় কিছু ফল
গলায় রশি
রে বোকা দল।
সকাল হলে
ছুরির ফলা
কাটবে জানিস
তোদের গলা ।
ভোজ বিলাসী
ভরবে পেট
চামচা এবং
ভন্ড সেট ।
ছাগল হয়ে
থাকবি কত কাল
ভন্ডদেরে জবাই করে
তুলরে পিঠের ছাল।