মমিনুল হক

বিদ্যটা খুব রপ্ত এখন
ধান্দা নিজের ভুঁড়ি
যে যাই বলুক চলুক আগে
নানান পথে চুরি।

গোল্লাতে যাক দেশ জনতা
মঞ্চে যা হয় ফাঁকি
নরম ভাষণ  কান্না মায়া
শাক দিয়ে মাছ ঢাকি।