বিদায় সুর
মমিনুল হক
বাঁয়ের দিকে চান না তিনি
নজরটা তার ডানে
বাঁয়ের যারা গুঁতায় তারা
জ্বালায় কথার বানে।
সোনার হরিণ যাচ্ছে চলে
হাত ছাড়া সব টাকার থলে
বাজনা শুনে কাঁপছে হৃদয়
বিদায় সুরের গানে।
বাঁয়ের দিকে চান না যে তাই
জানেন বাঁয়ের মানে।