মনকে বলি মন
গভীর রাতে একলা বসে
কাঁদিস কিছুক্ষণ ।
দেখিস চোখের জলে
জমে থাকা কষ্টগুলো
পড়ছে গলে গলে।
চার পাশে দেখ খুঁজে
তোর মত সৎ আপন হয়ে
কেউ তোকে আর বুঝে।
স্বপ্নরা অই হাটে
বেছে বেছে নিজের করে
নে বেঁধে তোর ঘাটে।
ভয় কেন তোর রাতে
বুকের সাহস দেখবি আলোর
বাতি নিজের হাতে।