মমিনুল হক
গায়ে ব্যথা পায়ে ব্যথা
ব্যথা আরো দাঁতে
ব্যথা নিয়ে চলছি তবু
দিনে এবং রাতে।
পেটের ব্যথা কি আর বলি
কোমড় ব্যথায় ডলাডলি
মাথার ব্যথা অষ্ট প্রহর
নাস্তা নাবুদ তাতে।
সইছি ব্যথা গা গতরে
একটি নাছোড় মূল ক্ষতরে
যায়না ওটা যে ব্যথাটা
হচ্ছে মনের ঘাঁ তে।