বসন্তের ছড়া

মমিনুল হক

সকাল সূরুয রঙ লালিমায়
কঁচি ফুলের ঠোঁটে
চুমোয় চুমোয় দেয় ভরিয়ে
বসন্ত নেয় লুটে।

শ্যামল দেশে ফুলের মেলা
প্রজাপতির উড়ন খেলা
শিশুর দলে দৌড়ে পিছু
পড়ছে লুটেপুটে।