বাঁশের ছড়া লিখব বড় আশ
ভেবে ভেবে ই কাটল বার মাস।
বাঁশকে অনেক ডরাই,
বাঁশের নানা গুণ
বাঁশের টোটায় এই ত সেদিন রমজান আলি খুন।
বাঁশের খুঁটি বাঁশের পলো আর সে বাঁশের লাঠি
লড়াই মানে খুন-খারাবী মাথাও ফাটাফাটি।
বাঁশের সাঁকো বাঁশের গোলা নায়ে বাঁশের ছই
বাঁশের জোয়াল গরুর গোয়াল বাঁশে তৈরি মই।
বাঁশের ঝাড়ে গজায় যখন নূতন বাঁশের কুঁড়ি
খুব মজা পায় ভাজি খেয়ে করম চাঁদের খুঁড়ি।
সব’চে বিপদ মঞ্চে যখন এ দেয় ও কে বাঁশ
ডেকে আনে সমাজ ঘরে মহা সর্বনাশ ।