মমিনুল হক

আমার বাংলা , বাংলাটা আমার কই
তাকে খুঁজে খুঁজে সারাক্ষণ চেয়ে রই।
যে বাংলায় এখন শুনি না বাংলার গান
যে বাংলায় নেই নদীতে কলতান।
যে বাংলায় দেখিনা প্রজাপতির ওড়াওড়ি
যে বাংলার আকাশে ওড়েনা হাজারো ঘুড়ি।
যে বাংলার বিলে দেখি না রঙিন পাল
যে বাংলায় দেখিনা কৃষকের লাঙল জোয়াল ।
যে বাংলা হাসে না , হাসে না প্রাণ খুলে
যে বাংলার পুকুরে ওঠেনা শাপলা দুলে।  
যে বাংলায় নেই  আনন্দ কোলাহল
হৈচৈ করে ছুটে না কিশোর দল।
যে বাংলায় আর ওঠে না রূপসী চাঁদ
যে বাংলায় শুনি শিশুদের আর্তনাদ ।
নয় সে বাংলা বাংলা হারালো কই
সেদিকে চেয়ে আজো তাকিয়ে  রই।
যে বাংলায় আজ দেখিনা শীতল পিঠা
খেজুরের রস আহারে কত মিঠা।
ফলে ফলে ভরা গ্রীষ্মের মিষ্টি আম
হারিয়ে গেছে বাংলার সবুজ গ্রাম।
বাংলায় এখন শুনি না সুরেলা বাঁশি
হারিয়ে গেছে মানুষের মুখে হাসি।
দেখি না  কোথাও খুশি বা উল্লাস
দেখি শুধু যেন ছুটে যায় শত লাশ ।
বাংলাটা আমার ছিনিয়ে নিলো কে রে
আমার বাংলা আমাকে ফিরিয়ে দে রে