হঠাৎ এসে ভাবছি কে সে
চিমটি কেটে গালে
ঝাপটে ধরে হেসে হেসে
নাচছে তালে তালে।
চিনিস নি তুই আমায় নীলা
তোর বান্ধবী শাহীন ভিলা
আরাম বাগের মোড়
পড়ছে মনে তোর।
নীলার চোখে জল
বার বছর লুকিয়ে ছিলি
কোথায় গিয়ে বল?
বলিস নে সেই কথা
হঠাৎ বিয়ে চাকরি নিয়ে
সোজা সিঙ্গাপুর।
খবর কি বল তোর?
নীলা বলে আমি
বিয়ের পরেই স্বামী
হারিয়ে এখন একটি মেয়ে
তার মুখটি চেয়ে চেয়ে
কাটাই আমার দিন
দেখি না আর স্বপ্ন কোন
ঝলমলে রঙিন ।