মনে তালা চোখ দেখে না
কান শোনে না কিছু
আজব রোগে ভুগছি আমি
ছাড়ছে না রোগ পিছু।

দিনের আলো সয় না চোখে
রাতে ঘুরাঘুরি
রাতেই চালাই ব্যবসা পাতি
নেই যেন তার জুড়ি ।

ব্যবসা হল গোপণ মাল
বাইরে ওটা লেবাস ঢাল।