মমিনুল হক

সাত পাঁচে বাজে দেখো
দেশটাতে বারোটা
এই দেশ এই মাটি
বলো দেখি কার ওটা ?

লাখো প্রাণ শত ত্যাগ
সংগ্রাম ও চেষ্টা
স্বাধীনতা পেলো এই
সূর্যের দেশটা।

আজ কেনো শোষকেরা
খায় চুষে রক্ত
দুষ্টের গদি হাত
দাও ভেঙে তখত।