শেরে বাংলা নেই ভাসানী
নবাব সিরাজ গেছে
লেলিন,স্ট্যালিন,মাও রা গত
হিটলার ও নেই বেঁচে ।
ফিল্ড ছেড়েছে সব খেলোয়ার
হারজিতের এই ম্যাচে
ইতিহাসেও সাক্ষী আজো
মীরজাফরের প্যাঁচে।
নূতন আশা বাঁধে বাসা
আসলে সব মিছে
তামশা খেলা গড়ায় বেলা
শুধু ই মিছের পিছে।