মনে তালা, কান শোনে না
চোখ দেখে না কিছু
আজব রোগে ভুগছি আমি
রোগ ছাড়ে না পিছু।
দিনের আলো সয়না চোখে
রাতে অনেক ঘুরি
ব্যবসা চালাই রাতেই এখন
নেই তুলনা জুড়ি ।
আঁধার রাতে ব্যবসা চলে
সোনার মতই ফসল ফলে।
যাদের জানার তারাই শুধু জানে
ব্যবসা গুলোর মূল্য এবং মানে।