এক থেকে দশ গুণতে পারে
লিখতে পারে নাম
কলম খাতা পেলেই হাতে
লিখছে অবিরাম ।

শিখছে লেটার লিখছে চিঠি
আঁকা আঁকির ভাষা
চিঠি পড়ে আসবে মা তার
টুকুন বুকের  আশা।

রোজ লিখে যায় খাতার পাতায়
অপু তারই মাকে
বুক চিরা সেই শব্দগুলা
মা মা করে ডাকে।

মায়ের কবর কোন ঠিকানা
ছোট্ট  অপুর নেই তা জানা
মনের চিঠি পাতায় পাতায়
চুপ মেরে তাই থাকে।