সুখের কাটা উল্টো দিকে ঘুরে
মরুর ধূ ধূ যায় না দেখা দূরে।
সকাল এলো আলো গেলো কই
আঁধার ঘরে শূন্যে ঝুলে রই।
স্বজন সুজন কেউ ঘেঁষে না পাশে
নৌকা আমার নিরাশ জলে ভাসে।
সামনে পিছে ডানে বাঁয়ে ও খালি
ছেঁড়া কাঁথায় চালাই জুড়াতালি।
দাবার চালে আছে কি গড়মিল
সব দরোজায় দেখছি শুধু খিল।
উলট পালট ভাবনা গুলো এসে
জড়িয়ে ধরে কত্ত ভালবেসে।
ভাবনা নিয়েই চলছে আমার ঘর
ভাবনা গুলোই হয় না কভু পর।