নীল আকাশের ঘুড়ি
আমার ও খুব ইচ্ছে করে
তোর মত ঠিক ওড়ি।
দোয়েল কোয়েল পাখি
ইচ্ছে করে তোদের মতই
করতে ডাকাডাকি।
লাল সাদা নীল ফুলে
ইচ্ছে করে আমিও নাচি
তোদের মতই দোলে।
মিষ্টি আলো রাশি
ইচ্ছে করে আমিও ঠিক
চাঁদের মতোই হাসি।
এমন যদি হত
যেতাম ছুটে খেলার মাঠে
ঠিক শিশুদের মত।
মনের যত ভয়
ইচ্ছে হলে অনেক কিছুই
যায় করা ঠিক জয়।