কেউ দেখে না কেউ ভাবে না কেউ থাকে না পাশে
নির্জনে যার দিন কাটে তার দু‘চোখ জলে ভাসে।
সবাই ঈদে খুশির জামা ছুটছে ঈদের মাঠে
করিম চাচার দিনটা কেন উদাস চোখে কাটে।
ঈদ মানে সব এক কাতারে এক হৃদয়ে ভাই
বড় ছোট‘র ফারাক ওসব নেই কোথাও ঠাঁই ।
একই সাথে হাতে হাতে চলবো পাশাপাশি
ঈদের মানে দিল ভরা সুখ সবার মুখেই হাসি।