ঝুপঝাড়ে জড়াজড়ি শেষে,
ধপাস
পড়ে গেলাম মাটিতে।
নরম মাটি
কেঁচোর মত
শরীরটা একটু নাড়াচাড়া করে দেখলাম
বেঁচে আছি।
বুকে হাত রেখে
বুকের  খানিকটা ওঠা নামা
আন্দাজ করতে পারলাম।

বাবার দেয়া ভিটে
নিলো কেড়ে। মেনে নিলাম।
কিন্তু, এতো অত্যাচার !

ভেবেছে গেছি মরে,
তাই ঝুপড়িতে গেলো ফেলে
বন্ধুর মত জড়িয়ে নিলো লতাপাতা ।
কৃতজ্ঞ হাজার বার বন্ধু ।  

একটু  শ্বাস ছিল বাকি
শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে
একবার
শুধু জানতে ইচ্ছে করছিল,
কি ছিল আমার অপরাধ ।

স্বদেশ মাটিকে ভালবেসে
প্রতিবাদ করাই কি ?