মাঝেমাঝে মনটা বলে
হই কিছুটা বন্য
সবার মত আমিও কামাই
এবার নিজের জন্য।

সুযোগ না আর আসতে পারে
কাজে লাগাই সুযোগটারে
নেই কামিয়ে যা পাই এখন
তাতেই খুশি ধন্য।