দেশ আছে শেষ নেই
কোন পরিবেশ নেই
মাঠ আছে ঘাট নেই
ক্লাশ আছে পাঠ নেই
কান আছে দুল নেই
মাথা আছে চুল নেই
ছবি আছে ফ্রেম নেই
কারো মনে প্রেম নেই
ভাষা আছে আশা নেই
মাঠে কোন চাষা নেই
দল আছে বল নেই
কথা সভা হল নেই
ডাক্তার সেবা নেই
দেবী কোন দেবা নেই
বাঁশ আছে বাঁশি নেই
মুখে কারো হাসি নেই
এটা কোন দেশ রে
জীবন টা শেষ রে।