কেউ নিও না কচি মনের
স্বপ্ন কেড়ে
একটু আদর ভালবাসা
দাও তাদেরে।
হয় না ওদের হাসি খুশি
ঈদের জামা
নেই পরিচয়, ঠাঁই ঠিকানা
তৈলী মামা ।
ছেঁড়া কাপড় মলিন মুখ আর
ক্ষিদে পেটে
যায় যখনই তোমার চোখের
সামনে হেটে।
একটু দিও ঈদের সুবাস
বাড়িয়ে হাত
জড়িয়ে নিও প্রাণের ছোঁয়ায়
তোমার সাথ।