কবি। শব্দের ধারালো সৈনিক ।
অনেক সংবেদনশীল, অনুভবে, চিন্তায়, চেতনায়। কম বলার অভ্যাস বলে, কম বলে শেষ করতে চাই।
যার যার সুখ, যার যেদিকে আকর্ষণ সে তাই বহন করুক। ভিন্ন মত, ভিন্ন পথ। খোলা পৃথিবীর চলাচলে স্বাধীনতা ভোগ করুক প্রতিটি নাগরিক ।
আমার ই একান্ত মতামত এটি ।
পৃথিবীর জমিন যারা চাষ করে। ফসল ফলায়। ভোগ করি সবাই । নারী ,পুরুষ সৃষ্টি করেছেন স্রষ্টা । প্রয়োজন আছে বলেই। সুন্দর ভাললাগার,ভালবাসার । ফুল প্রস্ফুটিত হয় তার সৌন্দর্য বিলিয়ে মোহিত করার জন্য। প্রিয় কবি!
আপনার শব্দ ,অলংকার মর্মে মর্মে আমরা অনুভব করি। আলোড়িত হই। মন জয় করার মত কত গাঁথুনি।
মনের স্বাদ, জীবনের জীবন গাঁথা । বহুবিধ চাহিদা । আর আমার ধারণা, পৃথিবীকে ভালভাবে সাজানো , গোছানো এবং মানুষের সুখের আবাসণ গঠন করতে আপনার কলম বড় ভূমিকা রাখতে পারবে, পারছে। একদম শেষ কথায় মানুষে মানুষে স্বাধীন সততায় কলমকে আরো শক্তিশালী হাতিয়ার , কারিগরের ভূমিকায় নিয়োজিত করতে আপনার চেয়ে বড় আর কে হতে পারে এই পৃথিবীর নাগরিক ।