বুঝলে বন্ধু, ভালবাসা আমার আসেনা।
সকাল- সন্ধ্যে ভাবতে পারি,
তোমার সপ্ন বুনতে পারি,
আবার জীবন-তরী বওয়ার তরে,
মাঝ দরিয়াই ভাসতে পারি।
জানো বন্ধু, ভালবাসা আমার আসে না।
কথা অনেক বলতে পারি,
তোমার সঙ্গ পেলে।
আবার গহন আধারে হারাতে পারি,
তোমার কথা ভেবে।
জানো বন্ধু, ভালবাসা আমার আসেনা।
মোর হৃদয় মাঝে পেখম তোলে,
তোর, শীতল পরশ পেলে,
আমি যে তাই, আমিতে থাকিনা,
তুমিত্তের শৃংখলে।
জানো বন্ধু, ভালবাসা আমার আসেনা।
মনের মাঝে ফাগুন হাওয়া,
তোমার ছোঁয়া পেলে,
দিগ-দিগন্তে ছুটে বেড়ায়,
আনন্দেতে নেচে।
জানো বন্ধু, ভালবাসা আমার আসেনা।
তোমার দুঃখে চোখ ভেজেনা,
হৃদয় ভেজে জলে,
মনটা আমার বড় বেয়াদব,
তুই পেরেশান হলে,
জানো বন্ধু, ভালবাসা আমার আসেনা।
রাগটা হলে বলতে পারি,
তুই বন্ধু বলে,
যা...চলে যা… সামনে থেকে,
যা আড়ি তোর সাথে।
বুঝলে বন্ধু, ভালবাসা আমার আসেনা।
সপ্ন চোখে, নীল আকাশে, নেই হারাতে মানা...
ভরসা দিলে মেলতে পারি, বিশ্বাসের ডানা।
হাজার তারার মাঝে একদিন মিশে যাব জানি,
চিনে নিও বন্ধু তুমি, কোন তারাটা আমি।
জানো বন্ধু, ভালবাসা আমার আসেনা।
- ফারুক মল্লিক