উত্তর

সময়কে প্রশ্ন করেছিলাম --
তুমি নদীর স্রোতের মতো
বয়ে যাও কেন ?

উত্তর সে হেসে বলেছিল –
“কালের কোলেতে আমি পদচিহ্ন রাখি।
আমায় যে ভালবাসে
তার সাথে চলি।
পিছু না তাকাও পানে
কষ্ট যে পিছু টানে,
শান্তি পাবে মন,
সময়ে  যে এগোতে জানে”।

কবিতাকে প্রশ্ন করেছিলাম --
ঈশ্বরের সৃষ্টির ন্যয়
তুমি মধুর কেন ?

মুচকি হেসে আমার কানে কানে সে বলেছিল --
"সময়ে স্মৃতিতে মেঘ হয়ে ভাসি।
আমায় যে নিতে পারে
তার পানে হাসি।
হাসি মোর বেদনার, আনন্দের হাসি।
গর্জন করিলে মেঘ,
চোখে শুধু ভাসি”।

ভালোবাসা কে প্রশ্ন করেছিলাম --
চাঁদের কলঙ্কের ন্যয়
অন্তরে ব্যথা বয়ে বেড়াও কেন ?
বুকটা দু-ফাঁক করে দেখিয়ে বলেছিলো --
"যার সাথে হৃদয় রয়।
ব্যথা শুধু তারই হয়।
শোনরে পাগল মন
হৃদয়ের কথা শোন।
ভালোবেসো আজীবন,
ফিরবেনা কভু আর মানব জীবন।"

             -ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)