জীবনের স্মৃতি কখন যে
বুকচাপা কান্না হয়ে সমুদ্রে মিশেছে ....
অসহায়তা অকপট প্রকাশ করে।
হাজার অপেক্ষা হারিয়েছে
শুধু উপেক্ষার ঝামটায়।
নির্মমতায় চোখ আজ পর্দা নশীন।
অবিশ্বাসের আঙিনায়
হৃদয়ের গহীনে কাতরাতে থাকে
অন্তহীন ক্লেশ।
ময়ালের মত আষ্টেপৃস্টে আঁকড়ে ধরে
আকুতি জানতে থাকে অসহিষ্ণু আবেগ।
মনের অমাবস্যা ফুঁড়ে
চাতকের চোখে ঝরে অনাবিল শূন্যতা,
....আর প্রাণহীন নিথর কন্ঠে উচ্চারিত
শুধু তোমারই নাম।
(-ফারুক মল্লিক) সত্ত্ব সংরক্ষিত