সেদিন অঝোরে বৃষ্টি নেমেছিল।
গন্তব্য দিশাহীন।
তুমি, আমি দুজনা ।
প্রথমবার বৃষ্টিতে কাছাকাছি।  
সাক্ষী স্থাপত্য-ভিক্টোরিয়া, আর অন্তরযামী।
মাথাটাকে বাঁচানোর চেষ্টায়, বুকের গভীরে বেঁধে ছিলাম।
চাতকের বারি চাওয়ার মত ভিজিয়ে ছিলাম শরীরটাকে ।
তোমার সারা শরীরে উষ্ণতা জড়ানো ।
পাগল প্রেমের শিহরণ জাগে।
আকুল মন চাইছে তোমাতে হারাতে।
সমুদ্রের ঢেউয়ের ন্যায় মনটা চঞ্চল, অস্থির।
বাহুডোরে আবদ্ধ পৃথিবী।
স্তব্ধ ধরনীর গতি।
ভালোবাসার হোলি খেলে সাতরাঙা মন।
সুখের স্মরণে ফিরে দেখা,
“একই অসুখে দুজন অন্ধ”,
অন্তহীন নৈসর্গিক অনুভুতি ।

- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)