সভ্যতার নগ্নতা
টাপুর টুপুর ঝিরঝিরানী….
হেথা বৃষ্টি বারো মাস।
চোখের বারি মেঘ হয়ে যায়
উপেক্ষাতেই বাস।
পেটের খিদে, মনের জ্বালা,
যুদ্ধে সহবাস।
আলোর দ্বার রুদ্ধ হেথা
জীবন নাভিশ্বাস।
রাত্রি নিঝুম, রৌদ্র দুপুর,
মাথায় আকাশ ছাতা,
নির্ভয়াদের বাঁচাতে
আজ সমাজ হয়না ত্রাতা।
ক্ষুধার জ্বালায় পেটে গামছা,
মুখ লুকায়ে থাকে,
তোমার আমার উচ্ছিষ্টে
মুখে হাসি ফোটে।
বিবেক যখন ডাষ্টবিনে সব,
আমরা অন্ন মুখে,
কুকুর সেথা নিজের অন্ন
ভাগটা করে সুখে।
শিশু হেথা অপুস্টে
অচ্ছুত হয়ে বাড়ে,
মায়ের কলিজা ফেটে গেলেও
নজর মোদের হটে।
টাপুর টুপুর ঝিরঝিরানি…
হেথা বৃষ্টি বারো মাস,
চোখের পানি শুকিয়ে পাথর,
যুগের পারাপার।
কালসিটে মেঘ মুখগুলো সব,
ভয়ে পাংশু থাকে।
এই বুঝি সব, ধেয়ে এলো মগ,
লুঠের রাক্ষস হয়ে।
আধুনিকতায় মোড়া চামড়া,
অন্তর নগ্ন মোদের,
বাহুবলে তাই বলতে পারি,
কিবা কষ্ট ওদের।
জীবন হেথা লাশের হিসাব,
জন্ত্রণাতেই নাশ,
টাপুর টুপুর ঝিরঝিরানী,
হেথা বৃষ্টি বারো মাস।
- ফারুক মল্লিক, (সত্ত্ব সংরক্ষিত)