মা, ওরা কারা ?
দেখে রাখ খোকন সোনা,
দেশের সেরা ওরা,
ওদের জন্য আজ আমরা হয়নি সর্বহারা ।
রাত্রি জেগে সীমানাতে বরফ মাখে হেসে,
আবার আগুনে ফোঁটা সূর্যের নিচে রাইফেল কাঁধে হাঁটে।
ওরা থাকে জলের নিচে,
থাকে আকাশ পথে,
হাওয়ার মত গতি ওদের
শত্রুরা ভয়ে কাঁপে।
মা, ওদের কেউ নেই ?
ওদের আছে মায়ের কষ্ট,
কষ্ট পরিবারের,
ত্রিরঙ্গাটা উড়তে দেখলে
হাসি ফোঁটে ওদের।
মা, ওদের ভয় করে না ?
মৃত্যুকে ওরা তাড়িয়ে বেড়ায় মৃত্যুঞ্জয়ীর বেশে,
যমের দুয়ারে ঢুকে গিয়েও
বারে বারে ফেরে হেসে।
মা, ওদের নাম কি ?
ভারত মাতার সন্তান ওরা
শৌর্য্য চমকায় দৈনিক,
সেনার বেশে থাকে ওরা
বিশ্ব শ্রেষ্ঠ সৈনিক।
আঁচল টেনে মাকে সুধায় ছোট্ট খোকন সোনা,
বড় হয়ে মাগো আমি হব দেশের সেনা ।
অশ্রু লুকায়ে বুকে টেনে খোকারে ধরে মাতা,
পিঠ চাপড়ে সাব্বাস বলে
নেই কোন যন্ত্রনা।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)