জানি তুমি রবে নীরবে।
সাহসে দুর্নিবার শাসানী।
নিরুপায় শুধু পিছনে গমন।
আড়াল থেকে আঁখি মেশে তারাদের মাঝে।
হৃদয়ের চাহাত, শুধু জানে অন্তরযামী।
পর্দা থেকে বেরিয়ে এসে, বন্ধু হাতটি ধর।
মনের চোখটা উজাড় করে, জগত্টাহকে দেখ।
বন্ধু তুমি বিশ্বাস রেখ, নিজের প্রতি বেশি।
পথটা তোমায় দেখাবে যেনো
ভরসা, ভাগ্য, শশী ।
আলো দেখানো জন্ম দাত্রী, তুমি বিশ্ব নারী,
যুগে যুগে তুমি মাতা, কন্যা
তুমিই জান্নাতের পরী ।
নারী তুমি পারবে যেন, সবার আগে তুমি।
তুমি বীনা উজ্জ্বল সমাজ, শুধুই ভন্ডামি।
তুমি নয়তো আসবাব পত্র, নয়তো তুমি পণ্য,
তোমার দৃঢ়তা পুরুষ জানে,
বাকি সব নগণ্য।
অধিকার তোমার ভিক্ষা নয়,
নিজের স্বাধিকার।
পদতলে আর হবনা পেষণ,
হোক অঙ্গীকার।
আনন্দে জুড়াবে প্রাণ ভালবাসা মেখো।
হৃদয়টাকে মেলে ধরে আগে বাড়তে শেখ ।

- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)