“অমর-২১” – এ আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি
শিরোনাম - জান্নাতে অমর- ২১
কলমে – ফারুক মল্লিক
২১/০২/২০২২

ওহে আব্দুস সালাম, দেখ দেখ,
নতুন সকালের নতুন সূর্য্যদ্বয়।
পদ্মার তীরে যে দ্বাবানল জ্বালিয়েছিলাম আমরা,
বাংলা ছাড়িয়ে বিশ্ব দুয়ারে ছড়িয়েছে তার ফোয়ারা।
বন্দুকের নল আজ মাটিতে লুটায়।
অত্যাচারী ভয়েতে লুকায়।
“আমার ভাইয়ের রক্ত রাঙানো অমর-২১”,
জীবনে মরণে প্লাবিত রক্ত-গঙ্গার দিন
কোনও দেশেতে আর না আসুক।
বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক আজ বিশ্বময়।
হ্যাঁ বরকত মিয়াঁ, এভাবেও ফিরে আসা যায়।
রফিক, জব্বার, শফিউর আমরা পেরেছি ভাই, আমরা পেরেছি।
এসো, আমরা বাংলাই গান গাই, বাংলার গান গাই,
আমরা সাম্যের গান গাই।
আমাদের মায়ের ইবাদত, চোখের পানি, আজ বৃথা যায়নি।
আমাদের হাজার হাজার বাঙালীর বলিদান মিথ্যা হয়নি ।
ওহে পাকিস্তানী, ওহে বিশ্ববাসী,
আমার গর্বের, আমার অহঙ্কারে বাংলাকে দেখ।
আমার বাংলা ভাষাকে হৃদয় দিয়ে অনুভব কর।
বাংলা আমার প্রেমের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা।
বিদ্যাসাগর, শরত্‍ চন্দ্র, রবি ঠাকুর, নজরুল,
ভাষাকে দিয়েছে প্রাণ,
আমরা তাঁদেরই ফুল।
পৃথিবীর মিষ্টিতম ভাষা, আমার বাংলা ভাষা।
বিশ্ব তাই সম্মান দেখায়, করেনি নিরাশা ।
আমরাও সম্মান জানাই তোমাদের মাতৃভাষাকে।
তবে কেন চাপিয়ে দিতে চেয়েছিলে, বন্দুকের নল ঠেকিয়ে?
ধিক্কার তোমাদের শতাধিক,
এ অন্যায়ের নাইত ক্ষমা,
বিশ্ব তোমাদের আজও করে ধিক।
শফিউর দূরে তাকিয়ে দেখ, তরুণ প্রজন্মকে দেখো।
আমাদের সময়ের থেকেও এরা সংখ্যায় অনেক।
হৃদয়ে মেখেছে আবেগ, গর্বের সেই ক্ষণ,
ইচ্ছে করছে, এঁদের সাথে কদম মেলায় আমরা সারাক্ষণ।
আব্দুস সালাম, আব্দুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল জব্বার
চলনা ভাই, আমরা জান্নাতের বাগিচায়
পৃথিবীর বাঙালিদের মত,
এখানকার বাঙালি মা, ভাই, বোনদের নিয়ে
জান্নাতেও অমর-২১ সাজাই।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)